Breaking News
Home / WORLD / ৭১ বয়সে দেখালেন বুড়ো হাড়ের ভেলকি! (ভিডিও)

৭১ বয়সে দেখালেন বুড়ো হাড়ের ভেলকি! (ভিডিও)

‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখালেন ৭১ বছর বয়সী রুডি ক্যান্ডলাব। এই বয়সেও পরাজিত করেছেন টগবগে তরুণদের। ভারোত্তোলনে একদিনে একাই করলেন চারটি বিশ্বরেকর্ড।

ঘটনা ২০২০ সালের নভেম্বরের। এদিন সান দিয়েগোর ‘উসপা উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপ-২০’-এ একই দিনে একসঙ্গে চারটি বিশ্বরেকর্ড গড়েন এই বৃদ্ধ ভারোত্তোলক। ২৩৪ কেজি ডেডলিফ্ট, স্কোয়াট ১৯৫ কেজি ও ৩০৩ কেজি বেঞ্চ প্রেসড করে এই রেকর্ডগুলো নিজের করে নেন রুডি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে রুডিকে ভার উত্তোলনে অংশ নিতে দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, দিনটি খুবই ভালো ছিল। ট্রেনিং পার্টনার ও কোচদের ধন্যবাদ জানাই।

ভিডিওটি পোস্টের পর পর তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্ময় প্রকাশ করেন অনেকে। সেই সাথে দিতে থাকেন শুভেচ্ছা ও শুভ কামনা।

Check Also

প্রতিবছর আকাশ থেকে বৃষ্টির মত ঝরে পড়ে মাছ এই শহরে!

বছরের নির্দি’ষ্ট সময়ে আকাশ থেকে ঝরে পড়ে মাছ। এলাকায় মৎস্য বৃ’ষ্টি নামেই এই ঘটনা পরিচিত। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *