









সোনা গেছে উত্তরপ্রদেশের সীতাপুরের এক বৃদ্ধের কাছ থেকে চারলাখ টাকা নিয়ে পালালো হনুমানে। ওই বৃদ্ধ ৫০০টাকার নোটে মোট চার লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন জমি রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রি অফিসে। তারপর যাওয়ার পথে মাঝরাস্তায় ঘটে বিপত্তি, হটাৎ ই গাছ থেকে একটা হনুমান নেমে এসে তার হাত থেকে টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে সোজা গাছের ওপর উঠে যায়। তারপর ব্যাগ থেকে টাকা গুলো এক এক করে বেরকরে ছিড়ে বাতাসে উড়িয়ে দিতে লাগলো।





সোনা যাচ্ছে মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে বিকাসভবন রেজিস্ট্রি অফিসে। কিছু নোট ছিড়ে ফেললেও কিছু নোট অবিকৃত অবস্থায় নীচে পরে যায়। এই কান্ড দেখে সেখানে অনেক ভিড় জমে। অনেকেই হনুমানটাকে আটকানোর চেষ্টা করলেও অবশেষে সবই বৃথা হয়। বৃদ্ধ টি একখানা কলা নিয়ে হনুমানটাকে দেখালেও কোনো লাভ হয়নি। শেষে বৃদ্ধটি জানান প্রায় দশ থেকে বারো হাজার টাকা নষ্ট করে দিলেও বাকি টাকা গুলো উদ্ধার করা সম্ভব হয়েছে














