









ভারত অন্যান্য দেশের তুলনায় বেকারত্বের দিক থেকে অনেকটা পরিমাণে এগিয়ে । এই দেশে প্রতিদিন বেকারত্ব এর গ্রাফ ঊর্ধ্বমুখী। এর পাশাপাশি করেই দা-প-ট তা যেন আরও একধাপ এগিয়ে দিয়েছে ।এভাবে বিভিন্ন সংস্থা থেকে কর্মী ছাঁ-টা-ই শুরু হয়ে গিয়েছে। প্রতিদিন কর্মহীন হয়ে পড়ছেন লক্ষ লক্ষ মানুষ ।এই অবস্থায় ঘুরে দাঁড়াবার উপায় বলতে শুধুমাত্র চাকরি ছিল ।কিন্তু এবার সেটাও ব-ন্ধ ।কিভাবে জীবন যাপন করবেন আগামীতে নিয়ে ভেবে কূলকিনারা পাচ্ছেন না অনেকে ।তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক বড়োসড়ো কর্মী নিয়োগের আবেদন পত্র জা-রি করল ইউকো ব্যাংক ।





প্রথমেই জানিয়ে রাখি বেশ কয়েকটি পদে আবেদন করতে পারেন আপনি ।এবং কি কি পদে আবেদন করতে পারেন তা নিম্নরূপ
১)সিকিউরিটি অফিসার । শূন্যপদ নয়টি । পাঁচ থেকে আট বছরের অভিজ্ঞতা থাকা দরকার ।





২)ইঞ্জিনিয়ার জিএমজিএস । শূন্যপদ আটটি । তার মধ্যে সিভিল এর চারটি ,ইলেকট্রিক্যালে দুটি এবং আরকিটেক এর জন্য দুটি।
৩)ইকোনমিস্ট এমএমজিএস । শূন্য পদ দুটি এবং সাথে দু বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
৪)স্টাটিস্টিক এমজিএস । শূন্য পদ দুটি ।





৫)আইটি অফিসার জিএমজিএস । শূন্যপদ কুড়িটি । এ ক্ষেত্রে কম্পিউটার সাইন্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক এবং এমএসসি করে থাকলেই মিলবে চাকরি।
৬)চার্টার্ড একাউন্টেন্ট । শূন্যপদ ২৫ টি।
৭)চাটার একাউন্ট সিএসএস। শূন্যপদ পঁচিশটি তবে তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার।





এই শূন্য পদে আবেদন করার জন্য আপনাকে স্নাতক হতে হবে। এর পাশাপাশি বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে হতে হবে । বেতন হিসেবে ২৩ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত ধা-র্য করা হয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন বেতন তারতম্য দেখা দেবে ।আবেদনকারীর শেষ তারিখ হচ্ছে ১৭ ই নভেম্বর ।





আবেদন ফি হিসেবে সংরক্ষিত বা এসটি /এসসি দের জন্য ১১৮টাকা এবং জেনারেল কাস্ট এর জন্য ১,১৮০ টাকা ধা-র্য করা হয়েছে। আপনি এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন ইউকো ব্যাংকের ওয়েবসাইটে গেলে । আবেদনকারীকে অবশ্যই https://www.ucobank.com এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।





প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।














