









বর্তমানে আমাদের বিনোদনের প্রধান মাধ্যম সোশ্যাল মিডিয়া।এমন একটা অদ্ভুত জগৎ এটি যার মাধ্যমে খুব সহজেই আমরা বিশ্বের প্রতিটি কোনায় মুহূর্তের মধ্যে পৌঁছে যাই। তা সে দেশের বাইরে হোক কিংবা দেশের ভেতরে। প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়ায় অ-দ্ভু-তু-ড়ে কিছু পোস্ট ভাইরাল হয়। যা দেখে অনেক সময় আমাদের মন আনন্দে প্রফুল্ল হয়ে ওঠে।





এমন অনেক দৃশ্য এখানে চোখে পড়ে যা হয়তো বাস্তব জীবনে চোখের সামনে দেখা দুষ্কর। বিভিন্ন বন্য জন্তুর কেরামতি থেকে শুরু করে বি-লু-প্তপ্রায় কোন প্রজাতি সবকিছুই উপস্থিত এখানে। রয়েছে তাদের সম্বন্ধে বিভিন্ন তথ্যও।





সোশ্যাল মিডিয়া বলতে আমরা সাধারণত ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রভৃতি কেই বুঝি। শুধুমাত্র পোস্ট শেয়ার বা দেখাই নয়, নিত্যনতুন বন্ধুর ও সন্ধান মেলে এখানে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অসাধারণ একটি ভিডিও লক্ষ্য করা গেছে। আপাতদৃষ্টিতে বাস্তবে এরকম দৃশ্য চোখে পড়া সত্যিই কঠিন।





ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে,ডানা না মেলেই নীচ থেকে উপর দিকে উড়ে গেলো ময়ূর।ভিডিওটিতে এখনও পর্যন্ত,প্রায় ৮৩ হাজার লাইক এবং ৯২ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। কমেন্ট এর সংখ্যা প্রায় ২ হাজারের কাছাকাছি। ভিডিওটির সকলেই প্রশংসা করেছেন কমেন্ট বক্সে।অনেকেই এটিকে ভগবানের উপহার দেওয়া একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য বলে বর্ণনা করেছেন।





https://web.facebook.com/watch/?v=257365978971254&t=0














