









সোশ্যাল মিডিয়ার দরুন আমরা বর্তমান যুগে এমন বেশকিছু ধরনের ঘটনা দেখে থাকি যা হয়তো এর আগে আমরা কোনোদিন দেখিনি । সেই সমস্ত ঘটনাবলি আমাদেরকে অবাক করে তোলার পাশাপাশি করে তোলে হ-ত-ভ-ম্ভো এবং কৌতুহলী ন যেহেতু সোশ্যাল মিডিয়ার হাত ধরে মুহুর্তের মধ্যে উঠে আসা যায় সবার নজরে । তাই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনপ্রিয় হতে চাই এই প্রজন্মের প্রতি ছেলে এবং মেয়ে । সেই তালিকা থেকে বাদ যায়নি অভিনেতা এবং অভিনেত্রী । নিজেদের জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে জীবনের ছোটখাট মুহূর্ত তুলে ধরে অনুগামীদের সাথে।





এর পাশাপাশি আমরা জানি যে সা-প হল এমন এক ধরনের সরীসৃপ প্রাণী যাকে কমবেশি প্রত্যেকে ভ-য় পায় । কারণ তার একটি ছো-ব-লে শেষ হয়ে যেতে পারে একটি জলজ্যান্ত জীবন । তাই সাধারণ সা-প-কে অনেকে এড়িয়ে চলে । কিন্তু এমন এক ধরনের ঘটনা দেখা গেল যেটি শুনলে আপনি অবাক তো হবেনই তার সাথে সাথে বি-স্মি-তও হবেন।





সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে একটি খুদে বাচ্চা বয়স হয়তো ১-২ বছর হবে সে জলজ্যান্ত একটি বি-ষ-ধ-র সা-প কে হাতের মধ্যে মুহুর্তের মধ্যে ধরে নিল । কোন রকম ভ-য় তার চোখে দেখা গেল না । বরং তিনি সেই ব্যাপারটা যে আনন্দ সহকারে করছে এবং সেই ব্যাপারে সে মজা পাচ্ছে সেটি তার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে।





ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতে না আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় । ইতিমধ্যে দেখে ফেলেছে প্রচুর মানুষ । এসেছে প্রচুর মন্তব্য সংখ্যা । তার পাশাপাশি মিনিটে মিনিটে বাড়ছে তার শেয়ারের সংখ্যা । অনেকে আবার কৌতুহলের বশে এবং অবাক হয়ে করে বসেছেন বিভিন্ন ধরনের মন্তব্য । তবে সেটি কোথাকার বা কবে কার ভিডিও সম্বন্ধে কোন তথ্য এখনো পর্যন্ত জানা যায় নি।
https://web.facebook.com/100053763679897/videos/123409866127802/?t=0














