Breaking News
Home / VIRAL / উড়ন্ত বিমা’নে ঘুমন্ত পাইলট, ভাইরাল ক্লিপে তুলকালাম, দেখে নিন ভিডিও

উড়ন্ত বিমা’নে ঘুমন্ত পাইলট, ভাইরাল ক্লিপে তুলকালাম, দেখে নিন ভিডিও

বিমান তখন মধ্যগগনে। সেই সময়েই দেখা গেল, বিমানচালক ককপিটে বসে সুখনিদ্রা দিচ্ছেন। এমনই এক দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে হইচই পড়ে যায় সর্বত্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তাইওয়ানের চায়না এয়ারলাইনস-এর একটি ৭৪৭ বোইং বিমানে।

খবরে প্রকাশ, ঘুমন্ত পাইলটের নাম ওয়েং জিয়াকি। তিনি চায়না এয়ারলাইনস-এ ২০ বছর চাকরি করছেন। বিমানের চালকাসনে বসে তাঁর ঘুমিয়ে পড়ার ভিডিওটি তোলেন তাঁরই এক সহ-পাইলট।

ভিডিও দেখুন

ভিডিওয় দেখা যাচ্ছে, জিয়াকি চোখ বুজে মাথা নীচু করে পাইলট-সিটেই ঘুমোচ্ছেন। ভিডিওটি তাইওয়ানের এক টিভি চ্যানেলে প্রদর্শিত হলে তুলকালাম শুরু হয়। সংস্থা থেকে দ্রুত পদক্ষেপ করা হয়। জিয়াকির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে চায়না এয়ারলাইনস। পাশাপাশি, যে কো-পাইলট এই ভিডিওটি তুলেছিলেন, তাঁকেও তিরস্কার করা হয়েছে।

‘ডেলি মেল’-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চায়না এারলাইনস-এর পাইলটরা ৭ দিনের জন্য ধর্মঘট করেছিলেন। দাবি ছিল, তাঁদের কাজের সময় কমানো হোক। তার পরেই এই ভিডিওটি উঠে আসে।

Check Also

বিড়ালছানা ভেবে দিয়েছিলেন ঠাঁই, একটু বড় হতেই প্রকাশ পেল আসল রূপ!

রাস্তার ধারে পড়ে থাকা বিড়ালের একটি বাচ্চাকে তুলে এনে ঠাঁই দিয়েছিলেন আর্জেন্টিনার এক তরুণী। ভেবেছিলেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *