









একেই বলে ভাগ্য। আমেরিকার কেভিন কিনদার নামে এক ব্যক্তি কাঁচের টুকরো বলে যেটি কুড়িয়ে নিয়েছিলেন যাচাই করে দেখা গেল সেটিই মূল্যবান হীরা। দেখা গিয়েছে এটি একটি ৯.৭ ক্যারেটের হীরা। এমনকি একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই হীরাটি ৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম হীরা।





কেভিন কিনদার পেশায় একজন ব্যাঙ্ক ম্যানেজার। তিনি জানিয়েছেন, তিনি এবং তাঁর বন্ধু হলিড মুরফ্রিজবো ছোটোবেলা থেকেই এই ক্রেটার অফ ডায়মন্ডস পার্কে বেড়াতে আসেন, কিন্তু ৭ সেপ্টেম্বর পার্কেই মার্বেল আকারের গোলাকার একটি জিনিস দেখতে পান কেভিন। সেটিকে কাঁচ ভেবে কুড়িয়ে নিয়ে ব্যাগে রাখেন তিনি।





কেভিন জানিয়েছেন, ওই কাঁচের টুকরোটি উজ্জ্বল ছিল বলেই তিনি সেটিকে তুলে ব্যাগে রাখেন। তবে তিনি এটিকে কাঁচ বলেই ধরে নিয়েছিলেন। পরে যাচাই করে দেখা যায় ওটি আসলে একটি বিশেষ হীরে।
পার্ক কর্মকর্তারা জানাচ্ছেন, ৪৮ বছরের ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম হীরা। এর আগে ১৯৭৫ সালে মিলেছিল ১৬.৩৭ ক্যারেটের সাদা আমরিলো স্টারলাইট হীরা। যেটির নামকরণ করা হয়েছিল দুই বন্ধুর নামে কিনার্ড ফ্রেন্ডশিপ ডায়মন্ড।














