







ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত ১০ ই আগস্ট দিল্লির সেনা হা’সপা’তা’লে ভর্তি হন। হাসপাতালে ভর্তি করার পরে তাঁর ম’স্তি’ষ্কে আবার র’ক্তক্ষ’রণের বিষয়টি ধরা পড়ে। এরপরেই প্রণব বাবুর সার্জারি করা হয়। তারপর জানা যায় যে তিনি ক’রো’নাতেও আ’ক্রা’ন্ত। তিনি ভে’ন্টি’লেটর সাপোর্টে রয়েছেন বলে জানা গিয়েছিলো । শারীরিক অবস্থা তাঁর বেশ স’ঙ্কট’জন’ক বলে জানা গিয়েছিলো। দিল্লির আর্মি হাসপাতাল প্রণববাবুর অবস্থা স’ঙ্কট’জন’ক বলেই জানিয়েছিলো।




জানা গিয়েছিলো গত সপ্তাহে সোমবার অ’স্ত্রোপ’চারে’র পর তিনি অল্প হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। কিন্তু গত সপ্তাহে মঙ্গলবার দুপুর থেকে তাঁর অ’বস্থা আরো খা’রাপ হয়ে গিয়েছিলো। গত মঙ্গলবার দুপুর ৩ টে থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। গত সপ্তাহে বুধবার সকালে তাঁর স্বাস্থ্য বুলেটিনেও প্রকাশিত হয় যে তিনি পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। কিন্তু এর পরে আবার হঠাৎই ছ’ন্দপত’ন হয়। জানা গিয়েছিলো যে তিনি গভীর কো’মায় চলে গিয়েছেন।




এমনিতেই তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। দিল্লির আর্মি হাসপাতাল জানিয়েছে যে প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গভীর কো’মায় চলে গিয়েছেন। ডাক্তাররা সর্বতোভাবে চেষ্টা করে চলেছেন তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটানোর।
এর মাঝে তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে প্রণব বাবুর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।




আজ দিল্লির সেনা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রণব মুখোপাধ্যায় এর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি গভীর কো’মায় রয়েছেন।তাকে পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। মস্তিষ্কে তিনি চো’ট পেয়েছিলেন এবং র’ক্ত জ-মা-ট বেঁধে গিয়েছিল মস্তি’ষ্কে। অ’স্ত্রো’পচার করে সেই রক্ত বের করা হয়। তারপরে জানা যায় তিনি কো’ভিডেও আ’ক্রা’ন্ত হয়েছেন।
বর্তমানে তিনি চিকিৎসায় সাড়া দিলেও গ-ভী-র কো’মায় রয়েছেন বলে জানিয়েছে দিল্লির সেনা হাসপাতাল।











