







বিয়ের ১ মাস না যেতেই করোনায় প্রাণ হারালেন স্কুল শিক্ষিকা! – একের পর এক দুঃসংবাদ আমাদের রোজকার জীবনকে আরো বিপর্যস্ত করে দিচ্ছে।দেবদত্তা রায়ের মৃ-ত্যুর পরে আবার শোনা গেল আর এক শিক্ষিকার মৃ-ত্যু। চন্দননগরের করোনাতে মৃ-ত্যু হল এই শিক্ষিকার। মাত্র




একমাস আগে তার বিয়ে হয়েছিল। এরপরই ৩৪ বছরের সৌমি সাহা আ’ক্রান্ত হয়। চন্দননগর মুন্সিপুকুরের বাসিন্দা সৌমি সাহা হুগলির আমনান গ্রাম পঞ্চায়েতের কাসোয়ারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা পদে কর্মরত ছিলেন। ক-রোনা আবহের মধ্যেই গত ১৩ জুন বিয়ে হয় সৌমির। সামাজিক দূরত্ববিধি, মাস্ক, সবকিছু মেনেই বিয়ে হয়েছিল তাঁর। তারপর থেকে নতুন জীবনে চলা শুরু। কিন্তু সেই নতুন জীবনের




স্থায়িত্ব ছিল মাত্র এক মাসের। চার দিন আগে জ্ব’রে আ’ক্রান্ত হন সৌমি। তারপরই তাকে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর, চন্দননগরের মুন্সি পুকুর এলাকার বাসিন্দা সৌমি গত কয়েকদিন ধরেই শ্বা’সকষ্টে ভুগছিলেন।অনেক হাসপাতাল ঘুরে এ




সেছে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই তার লালা রস পরীক্ষা করা হয়। শনিবার তার রি’পোর্ট পজিটিভ আসে। এর পরেই দ্রুত অ’বনতি হয় তার শারীরিক অবস্থার। মঙ্গলবার বিকেলে ব্যান্ডেল ইএসআই হাসপাতাল এর মৃ-ত্যু হয় তার। ঘটনায় বি’ষাদ নেমেছে এলাকায়। এতো শিক্ষিকার স্বজনরা জানিয়েছেন যে, গত ১৪ ই জুন চন্দননগরের বাসিন্দা এক যুবকের সঙ্গে বিয়ে হয় সৌমীর।




এরপরই তিনি হঠাৎ অ’সুস্থ হয়ে পড়েন। বিয়ের ঠিক এক মাসের মাথায় মৃ-ত্যু হল তার।সৌমি সাহা হুগলির পোলবায় একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। ঘটনার আক’স্মিকতায় তার পরিবার শোকে স্তব্ধ।সম্ভবত বিয়ের অনুষ্ঠানের সময় থেকেই তিনি করোনা আ’ক্রান্ত হয়েছিলেন বলে আ’শঙ্কা করা হচ্ছে।











