







এই মুহূর্তের সব থেকে বড় খবর করনা ভাইরাস আক্রান্ত হয়েছেন কোয়েল মল্লিক রঞ্জিত মল্লিক সহ তার পুরো পরিবার । সূত্রের খবর বিগত কিছুদিন ধরেই জ্বর, সর্দি কাশিতে ভুগছিলেন পরিবারের সকলে। মনে ছিল সন্দেহ যে হলেও হতে পারে করোনা। তাই করা হয় করোনা ভাইরাসের টেস্ট। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক ও দীপা মল্লিক কাদের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে ।




সূত্রের খবর বেশ কিছুদিন ধরে বাপের বাড়িতেই ছিলেন কোয়েল মল্লিক। সূত্রের খবর অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও। সরকারের তরফ থেকে পরিবারের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেও কেউই ফোন ধরছেন না বলে খবর।




কয়েকমাস আগেই খুশির খবর আসে কোয়েলের পরিবারে। গত ৫ মে মা হন কোয়েল মল্লিক। বাচ্চাকে কোলে নিয়ে ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
করোনা পরিস্থিতিতে বাচ্চার জন্মের পর থেকেই বেশ কিছুটা চিন্তিত ছিল পরিবার । কিন্তু শেষ রক্ষা আর হলো না মল্লিক পরিবারের ঢুকেই পরলো করোনা ভাইরাস ।











