







প্রায় ২ মাস হতে চলেছে দেশ যেন প্রায় নিস্তব্ধ। লকডাউন মানুষকে বাড়িতেই থামিয়ে দিয়েছে। এখন মানুষের ঠিকানা একটাই তাদের বাড়ি। বাড়িতেই থাকতে হবে সারাদিন। অনেকে আবার এই গরমে বাইরে যেতে হচ্ছেনা বলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। অনেকেই বাড়িতে ছুটি উপভোগ করছে।




আবার দিন আনা দিন খাওয়া মানুষগুলোর উপার্জন পুরো পুরি বন্ধ থাকায় খুব কষ্টে দিন কাটছে তাদের। এছাড়াও ভিন রাজ্যে আটকে পড়েছে বহু মানুষ। তাদের মধ্যে কেউ পরিযায়ী শ্রমিক আবার কেউ পড়ুয়া। তবে সরকারের তরফ থেকে তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। বহু মানুষ ইতিমধ্যেই নিজের বাড়ি ফিরে এসেছেন। তবে এর মাঝে যারা আরামে দিন কাটাচ্ছে তারা হলো বন্যপ্রাণীরা।




এতদিন যাবৎ গাড়িঘোড়া কল কারখানা সব কিছু বন্ধ থাকায় দূষণের পরিমান অনেক কমে গেছে। রাস্তা ঘাট অনেক নিস্তব্ধ, পরিবেশ যেন নিজের প্রাণ শক্তি অর্জন করছে। বন্য পশু পাখিরা এখন নিজেদের মত করে বাঁচতে পারছে এগিয়ে আসছে লোকালয়ে।




কিছুদিন আগেই ব্যারাকপুরে দুটি ময়ূরকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে। ব্যারাকপুরের একটি কলেজের কার্নিশে ময়ূর যুগলকে দেখা গেছে। সে এক মনোরম দৃশ্য। সাংবাদিকদের ক্যামেরাতে ধরা পড়েছে সে দৃশ্য। এরকম এক চিত্র মুম্বাইতেও দেখা গেছিলো।




এবার অন্য এক জায়গায় ময়ূরের দৃশ্য মন করলো পশু পাখি প্রেমী মানুষের। একটি ময়ূর এক আবাসনের জানালায় গিয়ে টোকা মারছে। সেই দৃশ্য দেখে আবাসনেরই এক ব্যক্তি ক্যামেরা বন্দী করেছেন ঘটনাটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুবই প্রশংসিত হয়েছে। অনেক লাইক এবং শেয়ার পেয়েছে ভিডিওটি।











