







দেশজুড়ে লকডাউনের জেরে ইতিমধ্যে নানারকম হৃদয় বিদারক ছবি সামনে এসেছে দেশের নাগরিকদের সামনে। হঠাৎ করে এতদিন লকডাউনের জেরে মানুষের দুর্দশা কিছু কম হয়নি সে কথা বলাই বাহুল্য। কর্মহীন দিশেহারা মানুষ নিজের বাড়ি ফিরতে গিয়ে নাজেহাল অবস্থার মধ্যে পড়ছেন বারবার।




উড়িষ্যার ভজপুরের একটি ইঁটভাঁটায় কাজ করতো ময়ূরভঞ্জের রুপুয়া টুডু। লকডাউনের জেরে ভাঁটার মালিক হঠাৎ করেই কাজকর্ম বন্ধ করে দেন এবং রুপুয়ার প্রাপ্য অর্থও তিনি দেননি। ফলে ১৬০ কিমি পথ দুই সন্তানকে নিয়ে হেঁটেই পাড়ি দেওয়ার কথা চিন্তা করেন রুপুয়া।




প্ৰথমে তিনি দুই সন্তানকে কোলে করে নিয়ে আসলেও পরে বানিয়ে নিন একটি বাঁক আর তাতে করেই আনেন তাঁর সন্তানদের। এতটা পথ হেঁটে পাড়ি দেওয়ার ফলে তার কষ্টও হয়েছে খুব সেকথা স্বীকার করে রুপুয়া জানান, ব্যথা তো হয়েছেই তবে কিছু তো করার নেই, ওরা তো বাচ্ছা ওদের কে বয়ে আনতেই হত।



















