







হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে। রবিবার তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন বুকে ব্যাথা শুরু হয় তাঁর। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাত ৮ টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত কার্ডিও থোরাসিক বিভাগে চিকিৎসাধীন তিনি।




চিকিৎসকরা বিশেষ ভাবে নজর রাখছেন তাঁর শারীরিক অবস্থার উপর। দিল্লি এইমসের কার্ডিওলজি বিভাগের প্রধান ড. নীতিশ নায়েকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানা যায়নি।
একাধিক কংগ্রেস নেতা ট্যুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।




কিছুদিন আগেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেশের লকডাউন ও লকডাউন পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে প্রশ্ন রাখেন মনমোহন সিং।
সোনিয়া গান্ধী বক্তব্য রাখার পর মনমোহন সিং বলেন, ‘সোনিয়া জির’র মত আমরাও সরকারের কাছে প্রশ্ন রাখছি যে লকডাউন ৩.০ উঠে যাওয়ার পর দেশকে লকডাউন থেকে বের করার জন্য কোন স্ট্র্যাটেজি ভাবা হয়েছে?’
গত মাসেও কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করেন তিনি। সেইসময় রাহুল গান্ধী ও পি চিদম্বরমের সঙ্গে ছিলেন তিনি।











