







লকডাউনের মধ্যেই ফের ভাইরাল বিরাট-অনুষ্কা। মারণ ভাইরাসের ধাক্কায় গৃহবন্দি বিরুষ্কা। বন্ধ ক্রিকেট, বাতিল সিনেমার শুটিংও।
সবকিছু স্বাভাবিক থাকলে এই সময়ে আইপিএলের লড়াইয়ে ব্যস্ত থাকার কথা ছিল কিং কোহলির। স্বাভাবিকভাবেই বাইশ গজ থেকে দূরে থাকার জন্য মন খারাপ ভারতীয় দলের অধিনায়কের। গ্যালারিতে তাঁর ফ্যানদেরও নিশ্চয়ই মিস করছেন কিং কোহলি। এই অবস্থায় বিরাটকে চিয়ার আপ করতে ফ্যান সাজলেন অনুষ্কা।




নিজের সোশ্যাল সাইটে ভিডিয়ো পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। সেখানে বিরাটকে অনুষ্কা বলছেন, … এ কোহলি, কোহলি, কোহলি… চৌকা মার না!! ভিডিয়োর ক্যাপশনে বলিউড অভিনেত্রী লিখেছেন বিরাট নিশ্চয়ই ২২ গজকে মিস করছে… একই সঙ্গে তার ভক্তদের ভালোবাসা।




তাই মাঠের ফিল দিতেই ওর ফ্যানদের মতো করে কথা বললাম। বিরাটকে মোটিভেট করার জন্য অনুষ্কার এই ভিডিয়োটি মনে ধরেছে নেটিজেনদের।











