







করোনার মহামারি ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে হতদরিদ্র মানুষদের অসহায়তা ফুটে উঠতে দেখা যাচ্ছে একটি ভিডিওতে। পড়ে থাকা দুধ সংগ্রহ করতে কুকুরদের সঙ্গে ব্যস্ত ক্ষুধার্ত মানুষও। ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রার রাম বাগ এলাকায়।




রাস্তায় গড়িয়ে গিয়েছে দুধের ধারা। একদিকে একপাল কুকুর দুধ খাচ্ছে, অন্যদিকে এক ভবঘুরে ব্যক্তিকে দেখা যাচ্ছে দুধ কুড়িয়ে নিতে! করোনা মহামারি রুখতে ভারতে লকডাউনে হতদরিদ্র মানুষদের অসহায়তা ফুটে উঠতে দেখা গেছে এই ভিডিওয়।




ভারতের তাজমহল থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটিতে এক দুধের গাড়ি চলে যাওয়ার পর পথে পড়ে থাকতে দেখা যায় দুধ। পথে পড়ে থাকা সেই দুধ সংগ্রহে কুকুরদের সঙ্গেই ব্যস্ত হয়ে পড়লেন ওই মানুষটি। হৃদয় মুচড়ে ওঠা ওই ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা।




Lockdown Impact:
इंसान और जानवर साथ साथ दूध पीने लगे।
आज अगरा के रामबाग चौराहे पर एक दूध वाले की दूध की टंकी गिर गयी।फिर क्या हुआ खुद देखिए। pic.twitter.com/OWvNg8EFIe— Kamal khan (@kamalkhan_NDTV) April 13, 2020
সূত্র: এনডিটিভি।











