







করোনা ভাইরাস আটকাতে দেশজুড়ে লকডাউন চলছে। এর ফলে বিপাকে পড়েছেন মানুষ, বিশেষত গরিব মানুষদের অবস্থা খুবই খারাপ। এ জন্য সেইসব গরীব মানুষের কথা ভেবে আগামী তিন মাস বিনামূল্যে আটটি ৫ কেজি রান্নার গ্যাস রিফিল করে দেওয়া হবে। অন্যদিকে যারা ১৪.২ কেজির রান্নার গ্যাস ব্যবহার করেন তাদের তিনটি সিলিন্ডার বিনা মূল্যে রিফিল করে দেওয়া হবে। একটি তেল কোম্পানির মুখপাত্র এমনটাই জানিয়েছেন।




করোনা ভাইরাস এবং তার পরিপ্রেক্ষিতে লকডাউন ঘোষণা হওয়ার একবারে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে সরকার ১.৭ লক্ষ্য কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল ২৬ মার্চ। তাতে ৮ কোটি দরিদ্র গৃহে আগামী তিন মাসে ৩টি রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে রিফিল করে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তা নিয়ে ধন্দ তৈরি হয় কেননা অনেক গরিব ঘরে বড় ১৪.২ কেজি বদলে ছোট ৫ কেজির রান্না গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। সেই ধন্দ দূর করতে এবার ৫ কেজির সিলিন্ডার হলে বিনামূল্যে আগামী তিন মাসে আটটি পাওয়া যাবে বলে দেওয়া হল।




গত বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন জানিয়েছিল ২৭৮০ কোটি টাকা ৩.৭ কোটি রান্নার গ্রাহকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চলেছে। যাতে আশা প্রকাশ করা হয়েছিল,এই টাকা ট্রান্সফার শনিবারের মধ্যে হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তার ফলে সরকারের ঘোষণা মতো ওই গ্রাহকেরা তাদের রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে পেয়ে যাবে। বৃহস্পতিবার বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।




এই প্রকল্পের যখন কোন সিলিন্ডার ডেলিভারি করা হবে তখন কিন্তু ওই গ্রাহককে সিলিন্ডারের পুরো বাজার দর ডেলিভারি বয়কে দিয়ে দিতে হবে। এইজন্য ওই গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম ভর্তুকির টাকা জমা করে দেওয়ায় ব্যবস্থা করা হয়েছে।











