







ঠিক বেলা এগারোটা। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন লক্ষাধিক। মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ২০০০ মানুষ মারা গিয়েছেন যা রেকর্ড। লড়ে যাচ্ছে ভারতও। শুক্রবার দেশে ১০০০ জনেরও বেশি মানুষের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
এই পরিস্থিতিতে শনিবারের বৈঠকে লকডাউনের সময়সীমা বাড়ানোর প্রস্তাব আলোচনার জন্য বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরে তৈরি মাস্ক পরেই ভিডিও কনফারেন্স করছেন।




দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বৈঠকে ৩০শে এপ্রিল পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর আবেদন জানান। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার পর্যন্ত রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের যে সংখ্যা পাওয়া যাচ্ছে, তা ভীতিপ্রদ। স্বাস্থ্য দফতর জানাচ্ছে ১৮৩টি নতুন করোনা ভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে। যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। এরপরেই আরও আঁটঘাট বাঁধতে কাজে নেমেছে দিল্লি প্রশাসন। চিহ্নিত করা হয়েছে আরও ৩০টি এলাকা। যাদের হটস্পট বলে মনে করা হচ্ছে। গোটা দেশে লকডাউনের তৃতীয় ও চূড়ান্ত সপ্তাহ চলছে। লকডাউন বাড়ানো হতে পারে এমনই ইঙ্গিত মিলেছে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই পরিস্থিতিতে লকডাউন তুলে নিলে তার ফল হবে মারাত্মক।




দিল্লি ও মহারাষ্ট্রের পর তেলেঙ্গানাতেও মাস্ক ছাড়া বাইরে বেরোনো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছে। এই অপরাধের জেরে গ্রেফতার পর্যন্ত করা হতে পারে জানানো হয়েছে। এর আগে ২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে লকডাউন কীভাবে তোলা যায়, তা নিয়ে পরামর্শ চেয়েছিলেন মোদী৷




কেরলের বাম সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ছিল তিন দফায় লকডাউন তোলা হোক৷ সুপারিশ অনুযায়ী ১৫ এপ্রিল শুধু সেই সব জেলাতেই লকডাউন তোলা হোক, যেখানে ৭ এপ্রিলের পর থেকে একটির নতুন সংক্রমণ ধরা পড়েনি৷ বা সেই সব জায়গায় কোনও সংক্রমণের সম্ভাবনা নেই৷ প্রধানমন্ত্রীও মন্ত্রী পরিষদের বৈঠকে এবং বিভিন্ন দলের সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকে লকডাউন ধাপে ধাপে তোলার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী৷




প্রধানমন্ত্রীর মতো অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীও লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষপাতি৷ শুক্রবার ওডিশা ও পঞ্জাব তাদের নিজেদের রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে৷ ওডিশায় ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ পঞ্জাবে লকডাউন চলবে ১ মে পর্যন্ত। এছাড়াও রাজস্থান এবং ছত্তীসগঢ়ও লকডাউনের মেয়াদ বাড়ানো পক্ষে বলে জানা গিয়েছে৷











