







ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা পৗেরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টাকে পাঠানো হলো হোম কোয়ারেন্টিনে। আর এতেই আতঙ্ক ছড়িয়েছে কলকাতা পৗেরসভার অন্দরে। এবার কি তাহলে মেয়র ফিরহাদ হাকিম ও বাকিদেরও হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে?




জানা গেছে, ডাফরিন হাসপাতালের উল্টোদিকে জগবন্ধু লেনের একটি পরিবারের একাধিক ব্যক্তি এখন অ্যাপোলোতে ভর্তি। তাঁদের করোনা উপসর্গ রয়েছে। তাঁদের চিকিৎসা করেছিলেন পেশায় চিকিৎসক কলকাতা পৗেরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা। আর তাতেই জাঁকিয়ে বসেছে আতঙ্ক।




প্রসঙ্গত, ৬ এপ্রিল স্বাস্থ্যভবন কর্তৃক প্রকাশিত বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ৬১। মৃত ৩।
সূত্র : জি নি্উজ











