







করোনাভাইরাসের সামনে দাঁড়িয়ে চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মীরা লড়াই করে যাচ্ছেন। আর প্রশাসনের পাশাপাশি তাঁদের পাশে থাকার চেষ্টা করছেন সাধারণ মানুষও। যেমন মধ্যপ্রদেশের এক ব্যক্তি অটোমেটিক স্যানিটাইজেশন মেশিন তৈরি করে হাসপাতালে দান করেছেন। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে।




এএনআই-এর টুইটার হ্যান্ডলে আজ রবিবার চারটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি বড় গেটের মতো অংশ দিয়ে লোকজন যাতায়াত করছেন। এটি মধ্যপ্রদেশের মন্দসৌরে ইন্দিরা গাঁধী জেলা হাসপাতালে বসানো হয়েছে বলে জানানো হয়েছে।
টুইটে চারটি ছবির সঙ্গে পোস্টে লেখা হয়েছে, মন্দসৌরের বছর বাষট্টির নাহরু খান এই মেশিনটি হাসপাতালে দান করেছেন। তিনি জানিয়েছেন, ‘ইউটিউব দেখে তিনি ৪৮ ঘণ্টায় মেশিনটি বানিয়েছেন’।




মেশনিটি কী ভাবে কাজ করে বা কতটা কার্যকর সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ৬২ বছরে এই ব্যক্তির এমন প্রচেষ্টার প্রশংসা করেছেন নেটাগরিকরা।




দেখুন সেই পোস্ট:
Madhya Pradesh: Nahru Khan, a 62-year-man from Mandsaur has developed an automatic sanitization machine and donated it to Indira Gandhi District Hospital. He says, "I made this machine by watching YouTube and completed it in 48 hours. This will benefit many people" #COVID19 pic.twitter.com/i1j3CDRXlA
— ANI (@ANI) April 4, 2020











