







ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১ জন। সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাতে ইতিমধ্যে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যের বন্দরগুলোতেও জারি করা হয়েছে অতিরিক্ত সতর্কতা।




করোনা ভাইরাসের দাপটে ঘুম উড়েছে কলকাতাসহ রাজ্যবাসীদের একাংশের। পরিবহন বিভাগের মধ্যে রেল, সড়ক, বিমান প্রায় প্রতিটি পরিষেবাতেই শুরু হয়েছে বাড়তি নজরদারি।




এবার জলপথেও বাড়ানো হলো সতর্কতা। জানা যাচ্ছে তারাতলা, হলদিয়া সহ একাধিক বন্দরগুলিতে চলছে স্ক্রিনিং। এমনকি আইসোলেশন ওয়ার্ডও তৈরি হয়েছে এই বন্দরগুলিতে। কোনওভাবেই যাতে জলপথে করোনা না ঢুকতে পারে, সেই নিয়ে সজার বন্দরের প্রশাসন।











