প্রাণঘাতী করোনাভাইরাস পুরো বিশ্বে আতঙ্ক বিরাজ করছে। এদিকে এই ভাইরাস নিয়ে দুঃসংবাদ দিলেন চীনের প্রধান রোগ বিশেষজ্ঞ এবং সার্স (সিভিয়ার অ্যাকিউরিটি রেসপিরেটিরি সিনড্রোম) ভাইরাসের আবিষ্কারক বিশিষ্ট বিজ্ঞানী ঝং নানশান। তিনি জানান, আরও তিন মাস (আগামী জুন মাস পর্যন্ত) এই ভাইরাস তাণ্ডব চালাবে।
চীনের গুয়াংডাং টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা জানান।
ঝং নানশান জানিয়েছেন, শিগগিরই করোনাভাইরাসের দাপট কমার কোনও লক্ষণ নেই। আরও তিন মাস অর্থাৎ জুন মাস পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ চলবে।
২০০২-২০০৩ সালে সার্স ভাইরাসের আবিষ্কারক জানান, করোনাভাইরাস নিয়ে যেসব দেশ এখনও শৈথিল্য দেখাচ্ছে, তাদের চরম মূল্য চোকাতে হবে। কেননা, জুনের আগে প্রকোপ কমার কোনও সম্ভাবনা নেই।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চীন থেকে যাত্রা শুরু হওয়া করোনাভাইরাসে গোটা বিশ্বে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার জন। আক্রান্ত হয়েছেন ১ লক্ষাধিক মানুষ।