মানুষের এখন মাথা থেকে খুব ভালো আইডিয়া বের হয়। সেই আইডিয়া কোনো কোনো সময় ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই আইডিয়া গুলি মাঝে মাঝে কাজে লাগে আবার মাঝে মাঝে বিফল হয়। বিশেষ করে নতুন প্রজন্মদের প্রযুক্তিগত দিকে অনেক ঝোক। তারা মাঝে মাজে হতবাক করার মত কাজ করে থাকে। সম্প্রতি তেমনই এক প্রযুক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক জলের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছে।
ওই একটি বাইক করে দুই যুবক জলের মধ্যে স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছ। বাইক চালিয়ে কিছুদূর যাওয়ার পর গলা পর্যন্ত তাদের জলের মধ্যে ডুবে গেছে। কিন্তু তা সত্বেও তারা বাইকটি চালিয়ে যাচ্ছে এই দেখে হতবাক নেটিজেনরা। ভিডিওতে তারা বিভিন্ন রকমের কমেন্ট করেছেন। কেউ বলছেন বিজ্ঞানকে নিয়ে মজা করছে, আবার কেউ বলছেন প্রযুক্তি এমন যুবকদের হাত ধরেই এগিয়ে চলেছে।
https://www.facebook.com/watch/?v=219093995773250
সত্যি প্রযুক্তি এমনভাবে এগিয়ে চলেছে বলেই আমরা অনেক তাড়াতাড়ি আধুনিক হতে পেরেছি। এখন রান্না থেকে শুরু করে কাপড়কাঁচা, যানবাহন তাই সব প্রযুক্তি আমাদের নিত্যদিনের কাজে লাগে। এবার দেখা যাক বাইক এই ভিডিওতে সীমাবদ্ধ থেকে যায় নাকি আরো উন্নত হয়।