







সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের জীবনে মনোরঞ্জনের অভাব হয়না। মানুষের অভিনব ট্যালেন্ট হোক বা হাসির কোনো ঘটনা, মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে নেটিজেন দের মধ্যে। প্রায়শই এই ভাইরাল ভিডিওগুলি উঠে আসে খবরের হেডলাইনে। এবার এক শিল্পীর দ্বারা সৃষ্ট ” আলু সুন্দরী ” ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।




যা কিছু অসাধারণ, যা কিছু সুন্দর তাও যেমন ভাইরাল হয় তেমনি যা কিছু অন্যরকম, যা কিছু মানুষকে হাসিয়ে তোলার ক্ষমতা রাখে, যা কিছু শৈল্পিক, সবই সোশ্যাল মিডিয়ার দরুন ছড়িয়ে পড়ে।




সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা গেছে এক শিল্পী আইলাইনার, নানান রকম ক্রিম, মাসকারা, কাজল, লিপস্টিক , নকল চোখের পাতা ইত্যাদি সরঞ্জাম দিয়ে মেকআপ করে সুন্দরী করে তুলেছে, একটি আলু কে।




হ্যা ঠিকই শুনছেন, কোনো মানুষের ওপর নয়,শিল্পী এই এক্সপেরিমেন্ট টা করেছে একটা আলুর ওপর এবং সেই আলুটিকে রীতিমত সুন্দরী বানিয়ে তুলেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল ভিডিওর রূপ নেয় এবং লাইক কমেন্ট এবং শেয়ার হতে থাকে।
দেখুন সেই ভিডিও …
মেকআপ করলে আলুকেও সুন্দরী লাগে😏 Make up Credit : Tasfia Noor
Posted by JakiA SultanA on Tuesday, February 18, 2020











