







ক্রিকেটের ক্ষেত্রে মানুষের উত্তেজনা বরাবর থাকে। আট থেকে আশি এবং গ্রাম বা শহর ক্রিকেট খেলা নিয়ে আগ্রহ সবার। আমরা টিভিতে বা মাঠে যেকোনো ব্যক্তিকে উইকেটকিপার হিসেবে আমরা দেখতে পাই। কিন্তু সেই জায়গায় দেখা গিয়েছে একটি রাস্তার কুকুরকে। সম্প্রতি একটি ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। এই ভিডিও খুব মজার।
An award for the Best Fielder of the Year!!👑🥜 pic.twitter.com/7PWBLBgnnV
— Simi Garewal (@Simi_Garewal) February 20, 2020




ভিডিওতে দেখা যাচ্ছে একটি গ্রামের রাস্তায় ছোট্ট ক্রিকেট ম্যাচ চলছে। সেই ম্যাচে ব্যাট করছেন একটি ছোট্ট মেয়ে আর বল করছে একটি ছোট্ট ছেলে। উইকেটকিপার হিসেবে একটি কুকুর। ব্যাটসম্যান যেখানেই বল পাঠাচ্ছে সেখান থেকে বল খুঁজে ঠিক বার করছে সে। শুধু ফিল্ডিং করে তার দায়িত্ব শেষ নয়, সে বোলারের হাতে বল আবার ফিরিয়ে দিচ্ছে। আবার তার জায়গায় নিজে থেকেই দাঁড়িয়ে পড়ছে। শুধুমাত্র তাই নয় পুরো ম্যাচ তার নজরে সব সময় থাকে।




মানুষ ও কুকুরদের নিবিড় সম্পর্ক এই ভিডিওর দ্বারা প্রমান করা যেতে পারে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী তথা টেলিভিশনের অনুষ্ঠান সঞ্চালিকা সিমি গারেওয়াল। তিনি ক্যাপশনে লিখেছেন “বছরের সেরা ফিল্ডারের পুরস্কার”। এই ভিডিওতে প্রচুর লাইক পড়েছে এবং শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।











