







কুকুর আমাদের অনেকের প্রিয় আবার অনেকের প্রিয় নয়। যাদের যাদের প্রিয় তার প্রমান পাই সোশ্যাল মিডিয়ায়, তারা অনেক ভিডিও পোস্ট করেন কুকুর নিয়ে। সত্যিই ভিডিওগুলি শেয়ার না করে থাকা যায় না। কুকুররা যা কীর্তিকলাপ করছে সত্যিই দেখার মত। কুকুরদের যথেষ্ট বুদ্ধি আছে বলতে হবে, তারা মাঝে মাঝে তার মালিকদের মৃত্যুর হাত থেকে তুলে আনে। আবার অনেক মজার মজার ভিডিও দেখা যায় কুকুরদের।




কিন্তু তারা তার সন্তানের পক্ষে অনেক সচেতন। সন্তানের জন্য তারা অনেক কিছুই করতে পারে তার প্রমাণ আমরা বাস্তবে পেয়ে থাকি। তার সন্তানকে ধরতে গেলেন তারা মানুষকে তাড়া করে। মাঝে মাঝে মালিকের উপর রাগ রাগ করে। সন্তানদের স্নেহের প্রমাণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে পেয়েছি।




সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুরের মাথা একটি প্লাস্টিকের কৌটোতে আটকে গেছে। ঘটনাটি ঘটেছে পুর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার কয়রাপুর গ্রামে। তিন দিন ধরে এমনই অবস্থা এই রাস্তার কুকুরটির। তিন দিন ধরে খেতে না পাওয়া সত্বেও তার বাচ্চাদের দুধ খেতে দিতে তার কোন বিরক্তি বোধ নেই।ওই অবস্থাতেই বাচ্চাদের দুধ খেতে দিচ্ছে কুকুরটি। স্থানীয় বাসিন্দারা কৌটো খোলার চেষ্টা করলোও খুলতে পারেনি। পরে বনদপ্তর থেকে বনকর্মীরা এসে ওই কুকুরের মুখ থেকে কৌটো খোলে।
পোস্ট কৃতজ্ঞতা – পশ্চিমবঙ্গ ২৪/৭











