







মাছের জালে ধরা পড়ল বিশাল বড় হাঙর। সমুদ্রে মাছের জাল ফেলতেই তাতে ধরা পড়ে হাঙরটি। ধরা পড়েই ছটপট করতে থাকে সেই হাঙর। সঙ্গে সঙ্গে সেটিকে জলে ছেড়ে দেয় ওই মৎস্যজীবী।
কেরলের কোঝিকোড়ে ধরা পড়েছে সেই দৃশ্য। ভিডিওটি ট্যুইটারে পোস্ট করতেই উপচে পড়েছে প্রশংসা। এই হাঙরটি একটি বিরল প্রজাতির হাঙর বলে জানা গিয়েছে। এর গায়ে রয়েছে সাদা ছিট ছিট দাগ। যা দেখে একে বিরল বলে চিহ্নিত করা হয়েছে।




Fishermen from Kozhikode, #Kerala release an Endangered #WhaleShark. Respect! We should celebrate their actions. Please RT! Make them Heroes!@dhanyarajendran @Advaidism @jamewils @vivek4wild @wti_org_india @BittuSahgal @SanctuaryAsia @SwatiWild @GargiRawat @bahardutt @rickykej pic.twitter.com/uRz9eqPgG9
— InSeason Fish (@InSeasonFish) January 28, 2020
ভিডিওতে দেখা যাচ্ছে, হাঙরটিকে জলে ছাড়ার জন্য সাত জন মৎস্যজীবী মিলে চেষ্টা করছে। ট্যুইটারে অন্তত ৩০,০০০ ভিউ হয়েছে ওই ভিডিওটির।




হাঙর এক ধরনের সামুদ্রিক মাছ, যার প্রায় ২২৫টি প্রজাতি আছে। পৃথিবীর প্রায় সব সাগর-মহাসাগরে এদের অস্তিত্ব থাকে। কয়েকটি প্রজাতি সমুদ্র উপকূলে বসবাস করলেও অধিকাংশ গভীর সমুদ্রের উপরের দিকেই বাস করে। গভীর সমুদ্রে বসবাসকারী কিছু প্রজাতির হাঙর থেকে আলোর বিচ্ছুরণ হয়। ধ্বংস এবং পরজীবীর হাত থেকে রক্ষার জন্য এদের ডেন্টিক্ল রয়েছে।















