







সামান্য একটু ক্ষততেই তো আমরা কেমন কুঁকিয়ে উঠি আর তার তো দুটো পা ই নেই। হ্যাঁ তাই ক্যাঙ্গারুর মত লাফাতে লাফাতেই রাস্তা পার হচ্ছে সারমেয়টি। সামনের দুটো পা নেই তার। পিছনের দুটি পা তার সম্বল। আর দুই পায়ে ভর করে সারমেয়র এই প্রচেষ্টা অনুপ্রেরণা দিচ্ছে নেটিজেনদের। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা টুইটার হ্যান্ডেলে টুইট করেছেন সারমেয়র রাস্তা পারের ভিডিও।




বুধবার এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি। তারপর থেকে ষোলোহাজার মতো মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। ক্যাপশনে তিনি লিখেছেন ‘‘আকাঙ্খা অনেককিছু বদলে দিতে পারে না। কিন্তু সংকল্প পাল্টাতে পারে অনেককিছুই।’’
ভিডিও টি ১৩ সেকেন্ডের। এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে দুই পায়ের চেষ্টাতে কুকুরটি রাস্তা পার হচ্ছে। একবার সে পড়েও গেলো তারপর আবার উঠে দাঁড়ালো। এরপর ক্যাঙারুর মতো লাফিয়ে লাফিয়ে রাস্তা পেরোলো।
A desire changes nothing…
But determination changes everything 🙏🏼🙏🏼 pic.twitter.com/NlEy6L7iWl— Susanta Nanda IFS (@susantananda3) February 19, 2020











