







কেন্দ্র সরকার ভারতে বসবাসকারী সমস্ত নাগরিকের আধার কার্ড বাধ্যতামূলক করেছেন। এরপর কেন্দ্র সরকার ভারতের যে সমস্ত নাগরিকের প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে বলেন। মোট আটবার এই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা পিছোয় কেন্দ্র তবুও হুশ ফেরেনি অনেকের। এখনও যারা নিজেদের প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করেননি তাদের প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে।




কেন্দ্র সরকার সমস্ত প্যান কার্ড হোল্ডারদের তাদের আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে বলেন। এখনও পর্যন্ত প্রায় ১৭ কোটি প্যান কার্ড হোল্ডার তাদের প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করাননি। দেশের মোট ৩০ কোটি ৭৫ লক্ষ প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করানো হয়েছে। এই ১৭ কোটি প্যান কার্ড হোল্ডাররা যদি নিজেদের প্যান কার্ডের সাথে নিজেদের আধার কার্ড লিঙ্ক না করান তাহলে অবিলম্বে তা করিয়ে ফেলুন।




অনুরাগ ঠাকুর বলেন, ২০২০ সালের ৩১শে মার্চ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর শেষ দিন। প্যান কার্ড হোল্ডাররা অবিলম্বে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করালে অবিলম্বে তা বাতিল হয়ে যাবে। অর্থাৎ ১০ ডিজিটের প্যান কার্ড নম্বরের সাথে ১২ ডিজিটের আধার কার্ড নম্বর লিঙ্ক করাতে হবে। ১৭ কোটি প্যান কার্ড হোল্ডারদের কাছে ৩১ শে মার্চ পর্যন্ত সময় রয়েছে। এদিন অনুরাগ ঠাকুর দাবি করেন যে প্যান কার্ড হোল্ডাররা এখনও পর্যন্ত আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করাননি তাদের জন্য সরকার আবারও সময়সীমা বাড়িয়েছেন। অনুরাগ ঠাকুরের দাবি সময়সীমা বাড়ানোয় প্যান কার্ড হোল্ডারদের সুবিধা হবে।




কীভাবে আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করাবেন?
প্যান কার্ডের সাথা আধার কার্ডের লিঙ্ক করাতে আপনাকে incometaxindiaefiling.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে আগে লগ ইন করতে হবে। এরপর লিঙ্ক আধার বলে একটি অপশন পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্যান নম্বর ও আধার নম্বর, আধার কার্ডে থাকা নাম দিতে হবে। ব্যাস তাহলেই আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড সংযুক্তিকরনের আবেদন পৌঁছে যাবে। তবে মনে রাখবেই আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করানোর সময় বারবার দেখে নেবেন আপনার দেওয়া তথ্যগুলি নির্ভুল কিনা।




এছাড়াও এসএমএস এর মাধ্যমে মাধ্যমে প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরন করা যায়। এর জন্য আপনাকে আপনার ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে। সেখানে গিয়ে টাইপ করতে হবে UIDPAN এরপর স্পেস দিয়ে আপনার আধার কার্ড নম্বর ও স্পেস দিয়ে আপনার প্যান কার্ড নম্বর দিতে হবে। যেমন ধরুন- UIDPAN 586985695698 PAN4587T7Q এরপর এটি পাঠিয়ে দিতে হবে 567678 নম্বরে।











