







আমাদের সমাজে বলে, ডাক্তার নাকি ভগবান। কারন একমাত্র তারাই অসুস্থ মানুষকে ফিরিয়ে আনতে পারেন সুস্থ জীবনে। একমাত্র তারাই মৃত্যু মুখ থেকে কোনো ব্যাক্তি কে ফিরিয়ে দিতে পারেন তার আপনজনদের কাছে। কিন্তু এই ডাক্তারের কাছে অপরেশন থিয়েটারে যখন শয্যাশায়ী রোগীর থেকেও বেশী দামী হয় টিকটক ভিডিও! হয়ত কলি যুগে এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। আর এমনটাই ঘটেছে।
Posted by মোঃ জাবেদ ওমর on Monday, January 27, 2020




সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি টিকটক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে একজন ডাক্তার অপারেশন থিয়েটারে রোগীর অস্ত্রোপচার করতে করতে বানাচ্ছেন ভিডিও। সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব তাড়াতাড়ি ভাইরাল হয় সেই ভিডিও।
Posted by মোঃ জাবেদ ওমর on Monday, January 27, 2020




ভাইরাল হওয়ার পর থেকেই উঠেছে নিন্দার ঝড়। অবশ্য এখনও জানা যায়নি সেই ডাক্তার কোন হাসপাতালের, তার নাম কি বা অন্য কোনো তথ্য। ভিডিও টি পাবলিসিটি পাওয়ার জন্য ফেক ভাবে সাজানো হয়েছে নাকি সেই বিষয়েও আছে ধোয়াশা। কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যদি সত্যি তেমনটাই হয় তবে মানুষ বিশ্বাস করবে কাকে? উঠছে প্রশ্ন।
Posted by মোঃ জাবেদ ওমর on Monday, January 27, 2020















