নদীতে বড়শি পেতে মাছ ধরার জন্য গিয়েছিলেন দুই ব্যক্তি। তাদের বড়শিতে মাছ ধরাও পড়েছিল। তবে সেই মাছ পানি থেকে পাড়ে তুলে নিয়ে আসার সময় তা দেখে ফেলে এক কুমির। এরপর মাছ খেতে পাড়ে উঠে আসতে শুরু করে কুমিরটি।
সেটা দেখে মাছ ধরতে যাওয়া ওই দুই ব্যক্তি পিছিয়ে যেতে থাকেন। তা দেখে কুমিরটি আরো দ্রুত ধাওয়া করে বড়শিতে আটকানো মাছ খাওয়ার ছেস্টা করে। একপর্যায়ে মাছ ফেলে পালিয়ে যান ওই ব্যক্তিরা।
আর কুমির এসে এক কামড়ে মুখে পুরে নেয় মাছটিকে। এরপর মাছটি গিলে খেয়ে ফেলে কুমিরটি। সম্প্রতি ওই ঘটনার ভিডিও ‘টুরিজম টপ অ্যান্ড’ নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। তার পর ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।
গত সপ্তাহে শেয়ার করা ওই ভিডিও এরই মধ্যে দেখেছেন ১১ লাখের বেশি মানুষ। সেই পোস্টের তথ্য অনুসারে, ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশনাল পার্কের কাহিল ক্রসিংয়ে।
সেখানকার নদীতে মাছ ধরতে গিয়ে এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন ওই দুই ব্যক্তি। স্থানীয় একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়ার কাহিল ক্রসিং কুমিরদের জন্য কুখ্যাত।