অনেকেই সাপে ব্যাপক ভয় পায়। এমনকি সাপের ছবি দেখলেও ভয় লাগে কারো কারো। আর যদি কারো গায়ে মাথা ঠেকায় সাপ, তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই চরম অস্বস্থি হওয়ার কথা।
কিন্তু শিশু মেয়েটির কিন্তু ভয় লাগে না। শুধু তাই নয়, হলুদ রঙের বিশাল পাইথনের সঙ্গে খেলতেও তার সামন্যতম ভয় লাগে না। সাপটিও প্রিয় বন্ধুর মতো আদর করে মেয়েটির কপালে চুমু দেয়। আর সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বড় হলুদ রঙের পাইথনের কাছেই বসে আছে এক শিশু মেয়ে। দু’জনে খেলা করছে। খেলতে খেলতেই সাপটি তার মুখ এগিয়ে নিয়ে যায় শিশুটির মুখের দিকে। মুখ এগিয়ে নিয়ে গিয়ে শিশুটির কপালে চুমু খায় সাপটি।
শিশুটি ভয় না পেয়ে হাসতে থাকে। বিষয়টি যে তার কাছে বেশ স্বাভাবিক ও মজার লেগেছে, সেটা বোঝা যায়। এমন একটি ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ১২ সেপ্টেম্বর পোস্ট করা ভিডিওটি এরই মধ্যে এক কোটি ১৯ লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে শেয়ার ও লাইক হচ্ছে।
দেখুন সেই ভিডিও
Abelungu 🤦🏾♀️
— Pearly Pops ♈️🔥 (@pearlz_mn) September 12, 2019