১২ ফুটের বিশালাকার একটি পাইথনের পেট বেশ ফুলে আছে। মুখ হাঁ করে মাটিতে এদিক-ওদিক করে বেড়াচ্ছে পাইথনটি। দেখেই বোঝা যাচ্ছে, কোনো শিকারকে উদরস্থ করে বেশ অস্বস্তিতে রয়েছে পাইথনটি।
ওইভাবে বেশ কিছুক্ষণ কাটার পর তার হাঁ-এর আকার আরো বড় হয়ে যায়। পাইথনটি নিজের শরীরকে আরো দ্রুত নাড়াচাড়া করতে লাগল। এর পর দেখা যায়, গিলে ফেলা শিকারকে মুখ দিয়ে বের করছে সে।
এভাবে তার পেট থেকে বেরিয়ে আসে আস্ত একটি বিড়াল। ওই বিড়াল বেরিয়ে আসার পরই পাইথনটিকে দেখে মনে হচ্ছে, এত ক্ষণ ধরে যে অস্বস্তিতে ছিল সে, তা যেন কেটে গেছে। আর ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে গেছে।
জানা গেছে, সম্প্রতি ঘটনাটি ঘটেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ডের অ্যাং থং এলাকার একটি পাবলিক গার্ডেনে।